কোমলতার ফুল
সাইয়িদ রফিকুল হক


পাথর হয়ো না—হও তুমি ফুল,
তোমার ছোঁয়ায় ঝরে যাবে ভুল।
মানববিশ্বে হও তুমি আজ
            মানুষের মতো,
তোমার পরশে দানবচিত্ত
            হবে চিরনতো।
মানুষই হবে কোমলতার খনি,
সুবোধচিত্তে তুমি হবে বন্ধু
         সবার চোখের মণি।
হায়েনার মতো বেড়ায় এখন
           কত হিংস্র মানব,
আজকে এদের বলছি সরোষে:
           এরাই বিশ্বদানব।
মানুষই যদি হতে চাও তুমি
কেন ফুটবে না কোমল হয়ে?
তোমার প্রেমেই ফুটবে জগত
         ভালোবাসা সয়ে।
মানবে-মানবে এখন থেকেই জেগে উঠুক
ভালোবাসাময় সহিষ্ণুতার শুভ্রকোমল,
আজ থেকে তাই মানবমনের সহনশীলতা
বাড়ায় যেন গো সবার মাঝে মনোবল।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৩/২০১৮