মানবদেহ
সাইয়িদ রফিকুল হক


মাটির দেহ উর্বর বলে
ফলছে সোনার ফসল,
মানবদেহ অনুর্বর বলে
করছে হিংসা দখল!
হায়রে দেহ হায়রে মন
কোথায় তোমার স্বপ্ন?
পাপের গুদাম বিনাশ করবে
একটা ভূমিকম্প!
সোনার চেয়ে দামি ভেবে
করছো দেহের সেবা!
মাটির ঘরে ঢুকতে হবে
পাইছে রেহাই কেবা?
মানবদেহ কিছুই নারে
সবচে দামি আত্মা,
মানুষ হলে খুঁজে দেখো
সৃষ্টিবিধি-পরমাত্মা।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৯/২০১৭