নিজের লাভে সবই জায়েজ
সাইয়িদ রফিকুল হক


নিজের লোভে নিজের লাভে
টানছে সবাই ঝোলা,
টাকার গন্ধে রাখছে সবাই
দরজাটা তাই খোলা!


তুমি যখন ঘুষটা খেয়ে
বলছো সবই বখশিস,
নিজের লাভে নীতিকথা
করছো তখন ডিসমিস!


স্বার্থলোভী-মানুষগুলো
হচ্ছে ভীষণ অন্ধ,
কুকুর-মতো শুঁকছে এরা
নতুন টাকার গন্ধ!


এদের হাতে জাদু আছে
ভেল্কি দেখায় কত,
পাপসাগরে ডুবেও এরা
হয় না একটু নত!


নিজের লাভে সবই জায়েজ
পরকে বলো মন্দ,
তোমার হাতে ঘুষের টাকা
বাড়ছে জীবন-ছন্দ!


নিজের লোভে পরের জমি
খাচ্ছো তুমি গিলে,
আবার দেখি যাচ্ছো হজ্জে
তোমরা সবাই মিলে!


পাপটা যেন কিছু-লোকের
বিরাট অলংকার,
সমাজ-রাষ্ট্রে দেখি এদের
ভীষণ অহংকার!


রাস্তা-দখল বাড়ি-দখল
করছো দখল নারী,
তবুও তোমরা সুশীল-ব্যক্তি
সিভিল-কর্মচারী!


ভূমিদস্যু-অর্থদস্যু
নিচ্ছে সবই লুটে,
কেউ বলে না মন্দ এদের
মুখটা একটু ফুটে!


নিজের লাভে সবই জায়েজ
কেউ বলে না মন্দ,
এদের কাছে অতিপ্রিয়
হারাম টাকার গন্ধ!


সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০১৮