পশুরা যাও জঙ্গলে
সাইয়িদ রফিকুল হক


মানুষ-মেরে হয় না ধর্ম,
মানুষহত্যা বড় অধর্ম।
মানুষ মারে পশুর দল,
পশুর গায়ে বেশি বল।
পশুরা আজ বাজায় ডঙ্কা,
তাইতো মনে বেজায় শঙ্কা।
পশুরা সব যাও জঙ্গলে,
আমরা মানুষ বাঁচি মঙ্গলে।
পশুর ধর্ম টিকবে নারে,
গায়ের জোরে ধর্ম হয় রে?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৮/২০১৭