বিশ্বজুড়ে আল্লাহপ্রভুর নুর
সাইয়িদ রফিকুল হক


ধর্ম তুমি মানবে নাকো
মানবে শুধু শয়তান!
এই দুনিয়ায় ভণ্ডগুলো
করছে দখল ময়দান।
লাভের আশায় ষণ্ডগুলো
ধরছে পাপীর লেজ,
কলিযুগে ভণ্ডসাধুর
অনেক বেশি তেজ!


ধর্ম তোমার ভাল্লাগেনা
ধর্ম চোখের বিষ!
শয়তানীটা ধরছো কষে
করছো অহর্নিশ।
মা’বুদ কোথায় খুঁজতে গিয়ে
হচ্ছো দিশেহারা,
জ্ঞানের ভারে ঈমানশূন্য
এখন তুমি সর্বহারা।


তোমার রূপে মুগ্ধ তুমি
গন্ধ তোমার নাকে,
আরও কত ভুল যে তোমার
জীবননদীর বাঁকে।
আল্লাহ কোথায় খুঁজতে গিয়ে
এখন তুমি তালকানা,
হীরকখনি পায় না খুঁজে
সামান্য এক মুদীখানা!


মনে তোমার কঠিন ব্যাধি
সারবে কেমন করে?
আল্লাহ মহান সর্বখানে
দেখলে নাতো জনমভরে।
পুঁথিগত-বিদ্যা দিয়ে
যায় না চেনা আল্লাহপ্রভু,
অন্ধ বুঝি দেখতে পায়
সূর্যটাকে কভু?


সময় আছে তওবা করার
দাও না ছেড়ে সবি,
মনটাকে ভাই শান্ত করো
বলছি অধম-কবি।
মনের ভিতর অন্ধকার
করতে হবে দূর,
দেখতে পাবে বিশ্বজুড়ে
আল্লাহপ্রভুর নুর!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৬/২০১৬