জেগে ওঠো দেশের প্রয়োজনে
সাইয়িদ রফিকুল হক

রমজান-মাসে নাজিল নাকি
হবে অনেক বরকত!
ওই গুলশানে নেমে এলো
এ তবে কোন রহমত?
বন্দুকধারী-নরপশু
হামলা করলো ইফতারির পরে,
কত মানুষ চলে গেল
একনিমিষে যমের ঘরে!
পশুগুলো ছিল আগে
কোন সে হারামীর দেশে?
ওই নমরুদের বংশধরেরা
কেন আজও মুসলমানের বেশে?

মানুষখুনী-কুকুরগুলো
আর কী চায় ইসলামে?
মরবে এবার কাফেরগুলো
মানুষ-মারার বদনামে!
জেগে উঠবে মানুষজাতি
কুকুর-মারার মহাসংগ্রামে,
মানুষরত্ন—তাহার জীবন
হয় কি বিক্রি বুলেটের দামে?
আজকে দেখি বাংলাদেশে
বাঘের ঘরে ঘোগের বাসা!
চলবে কত এমনতর
শয়তানী সব তামাশা?

জেগে ওঠো বীর-বাঙালি
আর কত দেখবো শয়তান?
নমরুদমুক্ত করো এবার
রক্তভেজা বাংলার ময়দান!
মুক্তিযুদ্ধ এখনও তো
হয় নাই একটুও শেষ,
আমাদেরই ভুলে আজকে
নমরুদ পরছে বীরের বেশ!
ভুলে গেছো নাকি তোমরা
বাংলার মাটি পবিত্র-খাঁটি,
তা আর কত নাপাক করবে
ওই মুখচেনা নমরুদ-পার্টি!
জেগে ওঠো এবার বাহে—
শকুন-মারার আয়োজনে,
আমরা সবাই এক হবো
আবার দেশের প্রয়োজনে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৬/২০১৬