স্বার্থ-ঝোলা
সাইয়িদ রফিকুল হক

ধর্ম মানে স্বার্থ-ঝোলা তোমার হাতে,
আর যে তুমি নিজের স্বার্থে
              আঘাত করবে সবার আঁতে!
ধর্ম মানে মনগড়া সব তোমার বুলি,
হারাম সবই খাবে তুমি
              তোমার চোখে মস্ত-ঠুলি!
ধর্ম মানে তুমি হবে মিথ্যাবাদী,
তবু তুমি লাগবে পিছে
              আর যে সবাই সত্যবাদী।
ধর্ম মানে তোমার স্বার্থে তুমিই রাজা,
সুদে-আসল লাভে-লাভে মানুষজনের
              করবে প্রাণ ভাজা-ভাজা!
তুমি তোমার ধর্ম মানে নিজেই জানো না,
ধর্মকথা আছে তোমার মুখে-মুখে
              আল্লাহ-রাসুল তুমিই মানো না!
লাভ কি এমন শয়তানীটা আবাদ রেখে?
পরের আতর সহ্য হয় না, নিজের গায়ে ধূলা মেখে!
তোমার গন্ধে ভূত পালায়, তবু তুমি ধার্মিক?
ভিতরটাতে পচন ধরা, আছো শুধু চার্মিক!
হায়রে আমার নিধি রাম-রে, তবু তোমার সরদারি,
আর কতোকাল করবে তুমি শয়তানেরই বরদারি?
মানুষ হওয়ার ইচ্ছা যদি থাকে তোমার,
আর কোরো না শয়তানীটা এমন বেশুমার।
তওবা করে ভালো হওরে মিথ্যাবাদী-হনুমান!
তোমার মতো ভণ্ড নয়রে এই দুনিয়ার মুসলমান।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।