ধর্ম মেনে মানুষ হও
সাইয়িদ রফিকুল হক

ধর্ম মানবে ভালো কথা
ধর্ম মেনে মানুষ হও,
ভোগে ডুবে ধর্ম বেচে
পশু হয়ো না কেউ।
ধর্ম মানে এই দুনিয়ায়
মহামানবের অমৃত-বাণী,
তোমরা তবে টানবে কেন
পথভুলে পাপের ঘানি?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৮/২০১৬