নতুন পথের সন্ধানে
সাইয়িদ রফিকুল হক


পানি যদি একটুখানি খাও তুমি চিবিয়ে,
কষ্ট বাড়বে—তবে পড়বে না আর ঝিমিয়ে।
অলসতা ছাড়তে হলে সবাই ধরো এই পথ,
নিজের পায়ে দাঁড়িয়ে তুমি হতে পারো সৎ।
আজকে দেখি চারিদিকে দুষ্ট-মনের অলস-ভরা,
পানি যদি খেতে পারো চিবিয়ে ওষুধ হবে কড়া।
রিক্সা ছেড়ে এবার তুমি দিতে পারো একটা দৌড়,
আলসেমিটা পালাবে হঠাৎ—খুঁজে পাবে নতুন ভোর!
এখন থেকে একটু তুমি চেষ্টা কর নিজের পায়ে হাঁটার,
সুস্থ-দেহে আবার তুমি পাবে ফিরে নতুন পথটা বাঁচার।
এসো সব ভাই—বাঁচার জন্য নেমে পড়ি কষ্ট-ময়দানে,
হাসিমুখে আজকে থেকে ছুটে চলি নতুন পথের সন্ধানে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/১০/২০১৬