হৃদয়-সন্দেশ
সাইয়িদ রফিকুল হক


ফুলকে বলি—বন্ধু তুমি কত সুন্দর
মনে নাই যে কোনো হিংসা,
সবার জন্য ভালোবেসে আপনমনে
রেখেছো তাই সমান হিসসা।
বন্ধু কলি, তোমার এমন মধুর হাসি
কত যে লাগে সবার ভালো,
মানবহৃদয় মুগ্ধ হয় যে দেখে তোমার
কত সুন্দর মধুর-আলো।
ফুল যে আমায় বললো হেসে, শোনো বন্ধু:
আজি হতে দাও না ছেড়ে হিংসা-বিদ্বেষ,
দেখবে তোমরা দিনে-দিনে কেমন করে
তোমাদেরই হৃদয়টা যে হয়ে উঠবে সন্দেশ!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১২/২০১৬