একটি মুখ
সাইয়িদ রফিকুল হক


কত যত্নে দেখেছিলাম একটি মুখ,
হাসিভরা সেই মুখটি তবু দেয়নি সুখ!
আর মুখটাকে মনে হতো পূর্ণিমার চাঁদ,
ভেবেছিলাম এইবার মিটবে মনের সাধ!
ওই আকাশের চাঁদটাকে তাই
মনে হতো একেবারে ফালতু জিনিস,
হৃদয় আমার বলতো তবু মাঝে-মাঝে
এই মুখটাকে তুই কতটা চিনিস?
হৃদয়বাণী চিরতরে ভুলে গিয়ে
দেখতাম শুধু সেই মুখ,
সাথে ভাবতাম: এমন সুন্দর চাঁদমুখটি
আমায় দিবে কত সুখ!
একবছরে ওই চাঁদমুখের শ্যেন-আঁচড়ে
ভেঙে গেল একনিমিষে আমার বুক!


ভালোবাসা হয় নাকো মনের মতো,
এই হৃদয়ে তাই জমেছে ব্যথা কত!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১২/২০১৬