একটু লজ্জা চাই
সাইয়িদ রফিকুল হক


তোমার অনেক লজ্জা কম,
তাইতো দেখি ধরছে যম!
এসো একটু লজ্জা কিনি,
মূলের চেয়ে হোক না মিনি!
এসো বন্ধু তবুও একটু লজ্জা কিনি।


তোমার দেখি লজ্জা নাই!
বাঁচার জন্য লজ্জা চাই।
লজ্জা ছাড়া বাঁচলে মানুষ,
তুমি হবে ফুটো ফানুস!
লজ্জা ছাড়া উপায় নাই,
তাইতো একটু লজ্জা চাই।


পশু হলে বেঁচে যেতে,
উলঙ্গ হয়ে থাকতে পারতে!
মানুষ যখন হলেই তুমি,
চাই যে সবার লজ্জারাঙা মনোভূমি।
পশুর স্বভাব যাও না ভুলে,
একটু লজ্জা নাও না তুলে।
আয়রে সবাই মানুষ হয়ে বাঁচরে ভাই,
সবার মনে একটুখানি লজ্জা চাই।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০১/২০১৭