প্রেমের মালা
সাইয়িদ রফিকুল হক


প্রেমের মালা গাঁথবো বলে
কুড়াই ঝরা-ফুল,
মালা গেঁথে দেখি শেষে
প্রেমের মানে ভুল!
এতো সাধের মালাখানি
দিলাম ফেলে জলে,
দুঃখটাকেই আপন ভেবে
নিলাম তুলে গলে।
ফুলগুলো তাই করছে এখন
ভীষণ রকম আর্তনাদ,
প্রেমের পথে আর যাবো না
মিটে গেছে সাধ।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০২/২০১৭