তবুও দেখি ছায়া
সাইয়িদ রফিকুল হক


ভুলতে তোমায় চাইছি বলে
পড়ছো বেশি মনে,
অদৃশ্যলোকে খেলছে খেলা
কে যেন আমার সনে!
দেখি নাকো তাকে পাশে
তবুও শুনি হাসি,
লোকে বলে আমি নাকি
কাউকে ভালোবাসি!
দেখছি নাকো কারও ছবি
তবুও দেখি ছায়া,
অশান্ত মনে যায় যে বেড়ে
আরও একটু মায়া!
কথা নাই তার একটুখানি
তবুও শুনি গান,
অচেনা সেই বন্ধুর টানে
যায় বুঝি প্রাণ!
সামনে-পিছে দেখি নাকো
একবারও যার কায়া,
দিনে-রাতে মনবাগানে
তবুও দেখি তার ছায়া!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৩/২০১৭