পঁচিশ তারিখ একাত্তরে
সাইয়িদ রফিকুল হক


পঁচিশ তারিখ একাত্তরে
দস্যু এলো বাংলাদেশে,
পশুগুলোর আক্রমণে
দেশটা গেল রক্তে ভেসে।
পাকিস্তানের পশু ওরা
ওদের যে নাই ধর্ম কোনো,
এমন হিংস্র নরপশু
আর তো কোথাও নাই জেনো।
নয়টি মাসে হামলা করে
মারছে মানুষ নির্বিচারে,
লাল হয়েছে নদীর জল
পাকবাহিনী মানুষ নারে।
ইতিহাসের পঁচিশ তারিখ
ভুলবে নাতো বীর-বাঙালি,
মানুষহত্যার করুণ দিনে
পাকসেনাদের দিচ্ছি গালি।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৩/২০১৭