রূপ-গুণ


ফুলের রূপটা হোক না ভাই যেমন-তেমন
আছে তার ঘ্রাণ,
আর মানুষের আছে শুধু বাইরের খোলস
গুণহীন দেহে প্রাণ!
ফুলের শোভা নাই বা দেখলাম
সুবাসে মন হয় যে আমোদিত,
মানুষ তোমার কী-ই-বা আছে
দেখে তা-ই সবাই হবে মোহিত।
ফুলের শোভা মিষ্টি-মধুর সুবাসগন্ধে
ঝরে পড়ে দশদিকে,
মানুষ তোমার গুণ না থাকলে কেমন করে
পৃথিবীতে থাকবে টিকে?