সুখের আশায়
সাইয়িদ রফিকুল হক


আজও আমরা
সুখ-সুখ করে
সুখ পাইনি কেউ,
সুখের আশায়
কত মানুষ
করছে শুধু ভেউ-ভেউ!
সুখ যে কোথায়
খুঁজে-খুঁজেও
তা জানে না কেহ,
সুখের আশায়
কয়লা হচ্ছে
আমাদেরই সোনার দেহ!
তবু নাই সুখ—
ছুটে মরি সবাই মিলে,
এই পৃথিবীর
সব সুখ খাবো গিলে!


সাইয়িদ রফিকুল হক
২৭/০১/২০১৮