মাঝে মাঝে মনে হয়,
বিশ্বটাকে করব জয়।
হঠাৎ করে লাগে ভয়,
যদি পিছু লোকে কিছু কয়।


নির্জনে যেতে চায় মন,
মনুষ্য চাহি ভাল লাগি বন।
নেই কোন সীমারেখা,
নেই কোন বাধা,
মাঝে মাঝে মনে হয়,
মনুষ্যই বড় গাধা।


মুখে লাগাম দিয়া কন্ঠ রোধ করি,
চক্ষু কপালে রাখিয়া পায়ে বাধি বেড়ি।
কর্ণকুহরে ঢাক বাধিয়া, নাহি কিছু শুনি,
সত্যকে সত্য বলিতে কত না ভয় করি।


মনুষ্যরুপী জানোয়ার হইয়া সদা ঘুরি ফিরি,
বিবেক তুলিয়া চাহিলেই আমার শত্রু ভুরি ভুরি।
আমলা মন্ত্রী কলমে খোচায় কিনে বেগমপুরী।
বেলা শেষে চারিধারে সব কাংগালের ধন চুরি।