এতটা বছর পর, দেখা হলো দুজনার,
ভেবেছিলাম, আর কিছু না হোক
খোশ গল্পে হয়ে যাব একাকার।


দরজার বাহিরে দাড়িয়ে রইলাম,
ভিতরে আসুন, একথাটা বলবে ভাবলাম
বাহিরে দাড়িয়ে তার খোশ গল্প শুনলাম।


না, এমন কোন আহব্বান নয়,
আমার উপস্থিতি টের পেয়ে, সে গেল ঘুমিয়ে,
সেও জানে আমি ৫ বছর পর আসলাম।


দরজা থেকে এসেছি ফিরে,
না দেখার কষ্টটাকে দ্বিগুন করে।
কেন এই ভান, কিসের এত অভিমান,
তোমার সুখ ভেবেই তো
কষ্টের সাগরে নিজেকে দিয়েছি কুরবান।


দুজনেই জানি, দুজনেই মানি,
দুটি রাস্তা দুজনার,
অতীতের সব গ্লানি মুছে
অন্য দশ জনের মত করে ফিরে চাই
কেমন আছ একথাটা বলিবার অধিকার।