আমি যখন শুভ ছিলাম,
খবর নিত কতো।
অচিন বাবু সাজতো বন্ধু,
শুভাকাঙ্ক্ষী শত।


শুভর খোজে ছুটত সবাই,
রাত্রি থেকে ভোর।
শুভর বাসায় রাত্রি যাপন,
বেজায় সুমধুর।


রাজধানীতে ছিলো শুভ,
শুভাকাঙ্ক্ষীর রেশ।
বন্ধুদেরও ছিল প্রিয়,
ভাবিদেরও বেশ।


হঠাৎ করেই শহর ছেড়ে,
শুভ গেলো লোকালয়ে।
স্মৃতিগুলো বুকে নিয়ে,
শুভ এখন গুমড়ে কাদে।


শুভর এখন নেই প্রয়োজন,
শুভ শুধুই অতীত।
নয়ন পানে তাকায় না কেউ,
প্রিয় সবাই অচিন।