আমি চাই না
এমন সেবা তোমার
চাই না ভালবাসা।
দয়া করে বন্ধ করো
জীবন নেয়া খেলা।।


যাচ্ছে তাই করছে তারা,
মনঃসুখে নিয়ন্ত্রণ হারা।
ঘটে যাওয়ার পরে কেন
নিয়ন্ত্রণের খেলা।।


ভোরের আলোয় ঘুমায় তারা,
নিশি রাত্রির মেলায়।
দূর্ঘটনার পরে গঠন করে,
তদন্ত নামের খেলা।।


ঘাতকের অবহেলায় জীবন দিয়ে
চাই না মাগো বীর সাজিতে।
দূর্জনের জন্য ঘৃণা জপি,
এত কষ্ট যাদের কারসাজিতে।।


সময় থাকতে করো মাগো,
ঘাতক নিবারণ।
তবেই তুমি মুক্তি পাবে,
জাতি পাবে উত্তরণ।।