তুমি এলে, এলে কবি
এতদিন কোথায় ছিলে?
সিলিং ফ্যানের হাওয়ায়
নেশাখোর চোখের স্বপ্ন তুমিই দিলে৷
র্নিলিপ্ত হাতে ফুলের মালা
তোমার সাথে গোপন খেলা, কেন?
এসো লক্ষী বোসো প্রেমে
একটু থেমে , এই সীমায়
নিজেকে চাই নিজে চিনে৷
প্রতিক্ষার প্রবঞ্চনায় করুন আলোয়
দেখা একটি মুখ
সুখ,
সে কি তুমিই দিলে ?