বৃষ্টি আর কুয়াশার মাঝে যদি
এতোটুকু পথ খোলা থাকে,
তবে সে পথেই ফিরে যাব,
ফিরে যাব তারই কাছে,
যেখানে কোনো সংশয় নেই,
যেখানে নতুন অজানার সাথে
পুরনো জানার গভীর মায়া,
যেখানে ভালোবাসা নেই,
অথচ ঝরা পাতা আছে,
ঝরা পাতার কারণ আছে।
এমনই হবে সে পথ,
যে পথের বাতাসও বলতে পারে,
হ্যাঁ, সে আসবে,
সে আসবে বসন্তের পথ ধরে।