এই যে,
হ্যাঁ, তোমাকেই বলছি।
সুন্দরের কোন রূপ তুমি? 
সুন্দরের অর্থ কি তবে বদলে
তোমার নামে করে দেব?
তুমি কি রবি ঠাকুর - নজরুলের
সুন্দরের অর্থের পূর্ণ রূপ? 
নাকি জীবনানন্দের শঙ্খচিলের আধুনিকা?


জানো, এখন অনেক দুঃখ হয়।
লাবণ্য যদি তোমার মতো সুন্দর হতো!
তাহলে হয়তো অমিত - লাবণ্যের
প্রেমের অবসান হতো না,
নন্দিনী যদি তোমায় ছুঁয়ে যেত,
শুভঙ্কর হয়তো ভনিতার রাজা হতো না।
কফি হাউসের কফির স্বাদও বদলে গেছে
তোমার ঠোঁটের আঁচড়ে,
তোমার নুপুরের শব্দ যেন
ঘুম ভাঙানো পাখির ডাক।
তবে প্রকৃতির কতটা সুন্দরের
অর্থ জুড়ে তুমি আছো ?