মেঘলা আকাশ কেটে গেছে,
শুধু আজ তারা সেনাদের দেখা,
বসে বসে তাদের যুদ্ধ দেখা।
তারা আকাশ ছেড়ে নেমে আসার যুদ্ধে
ক্লান্ত-পরিশ্রান্ত রূপে, যুদ্ধ বিরতি নিয়েছে।
বলে বলে তাদের ক্লান্ত আমি,
তবু যদি তারা থামে!
বিরতি শেষে যুদ্ধ আবার।
হায়! ভুলে তো গেছি আমি,
নই আমি সৈন্য, নই আমি যোদ্ধা,
আমি শুধু প্রাণে বেঁচে থাকা
অজানা আকাশের, অজানা পথিক।
কামনা এতোটুকুই,
বিদ্ধ যেন হই, তাদেরই উল্লাসে।