পূর্ণিমা রাতে, আজ ভাবনা শুরু,
ভাবনার পথে বহুদূর,
হয়তো প্রচুর অভিমানে আজ
ঘুমোবে না, দাঁড়িয়ে কাঁদবে,
কাঁদার সময়টুকুও যে ভারী অল্প,
লোক লজ্জার ভয়ে কাঁদাও বারণ,
তাইতো বেছে নেয়া এই পথ,
এই নিশ্চুপ রাতের হাত ধরে কাঁদা।
আর তো কয়টা ঘণ্টা,
ঢের কুয়াশা কেটে পথ তৈরি হচ্ছে,
যে পথে একদিন হাঁসি ছিল,
যে পথে একদিন অনুরাগ ছিল,
সে পথে আজ নদী পড়েছে,
বয়ে নিয়ে যায় শত রাগ,
বয়ে নিয়ে যায় শত অভিমান,
কখনও থেমে থাকে,
হয়তো থেমে থাকাই নিয়তি,
তাই আজ অভিমানী সুরে
সেতু বন্ধনের প্রতীক্ষা।