বঙ্গবন্ধু ছিলেন মোদের আশা ভরসাস্থল,
তাঁরে  ভুলিতে পারিবনা একপল ৷
তাঁর জন্যই মোদের আজকের স্বাধীনতা,
তিনিই তুলে ধরেছিলেন পাকিস্তানিদের বর্বরতা ।
তিনি পথ দেখিয়েছিলেন স্বাধীনতা অর্জনের ,
তাঁরই দেখানো পথে যুদ্ধ শুরু হয় পাকিস্তানি বর্জনের।
শত বাঁধা সত্ত্বেও চেরেছিলেন বাঙালির জয়,
করেননি তিনি কখানো কাউকে ভয়।
তাঁরই অবদানে বাংলাদেশ আজ স্বাধীন ,
তাই তিনি হয়ে থাকবেন অমর চিরদিন ৷
তাই তো যতদিন রবে পদ্মা, মেঘনা
           যতদিন   রবে   আকাশ
  ততদিন  রবে    বঙ্গবন্ধু
           এই     জাতির   বিশ্বাস।