অসভ্য এ সভ্যতার এক নিখাদ শুদ্ধিকরণ প্রয়োজন
এখানে অমানুষ গুলো অবিকল মানুষের মত,চেনা বড় দায়!
এখানে সততা এক হাস্যকর বস্তু
নৈতিকতা যেন ভিনগ্রহের আজীব প্রাণী।
এখানে মায়ের হাতে সন্তান নিরাপদ নয়
নিরাপদ নয় বাবার হাতে মেয়ে,
এখানে তোমার কাছে আমি নিরাপদ নয়,
নয় আমার কাছে তুমি।


অথচ তুমি আর আমি কোন না কোন সম্পর্কে আবদ্ধ,
হোক সেটা ভ্রাতৃত্বের হোক সেটা জীবনের।
এখানে সম্পর্ক গুলো বেঁচে আছে-
নির্লিপ্ত এক সম্পর্কহীনতায়,
এখানে তুমি-আমি নীরব দর্শক,
আবার প্রতিনিয়ত নিখুত অভিনেতা /অভিনেত্রী,
আর দুনিয়াটা কে বানিয়ে রেখেছি
এক আলোহীন আলোকিত, রংছটা রঙমঞ্চ ।


এখানে জীবন দান যতটা অসম্ভব
নেয়াটা যেন ততটাই বেশি করে সম্ভব
এখানে হয় আমি নতুবা তুমি,আবার হয়তোবা,
দুজনেই বাঁচি নিঃশ্বাসের অনিশ্চয়তায়।
নাহ কোন চিরন্তন সত্য কে আগলে নয়
বরং তোমার হাতে আমার নিঃশ্বাস হারানোর ভয়।


এখানে সন্মান নেই
এখানে ভালবাসা নেই,
এখানে সতীত্ব নিরাপদ নয়
এখানে হৃদয় নিরাপদ নয়
তুমি খেলোয়াড় আমি বলি।


এখানে আমি মা
তুমি কোটিপতি সমাজসেবক
আমার ঠিকানা বৃদ্ধাশ্রম।


এখানে নীতিগুলো বিবর্জিত
মানুষ মাত্রই বিশ্বাসঘাতকতার গন্ধে যেন জর্জরিত,
এ ঘাতক আমি-তুমি-আমরা ছাড়া আর কেউ নয়।


এখানে তুমি যা আমিও তা
তোমার জন্য আমার বা,
আমার জন্য তোমার কেন চরম থেকে চরমতর
ঘৃনা মিশ্রিত দৃষ্টি থাকবে বলতে পারো?
এখানে কেন কোন না কোন ভয়ে,
আজ আমি কাল তুমি কুকড়ে থাকি?


বন্ধ কর এ অবক্ষয়
সভ্যতা তুমি শুদ্ধ হও
নতুবা আগামী জন্ম কেন এ জম্নেই তোমাকে বৃদ্ধাজ্ঞুলি দেখাব
আগামী জন্মের সব ইচ্ছে জলাঞ্জলি দিয়ে।


চোখ বুঝার আগেও বলতে থাকব
অসভ্য তুমি, বর্বর তুমি,বিশৃঙ্খল তুমি, তোমাকে ছি!!!!