মাকে আমার হয় নি কখনো বলা,
কেমন আছ তুমি??
পাশাপাশি তবুও কত কথার ছলে,
রাগ অভিমান করি আমি।
তুমি যখন আমায় মা বলে ডাকো,
মাঝে মাঝে মনে হয়।
সত্যি আমার একটা মেয়ে আছে,
জান্নাতে বাড়ি যদি হয়।
ভাইয়া যখন বেংগ্য করে এ মা
বলে আমায় খেপায়।
রাগের চোটে ঠোঁট কড়মড়িয়ে কান্না
আসে বলছি কত তোমায়।
আদরের পুত্র তোমার ভীষণ পাজি,
বলে কি না মজা ছিলো সব?
তবুও তোমায় হয় নি বলা
ভালোবাসি মা দিগুণ আয়ু যেন দেন রব।