আমি মুগ্ধ তার চোঁখের চাহনিতে,
ঠোঁটের মুচকি হাসিতে।
তার নির্রবতা চোঁখের ইশারা,
বলে যায় কিছু না বলা কথাতে।
সে কি ভাবছে আনমনে কে জানে?
স্বপ্ন লুকিয়ে বুনছে নির্জনে।
হৃদয়ের মাঝে সে যায় দুলে,
ভাল লাগে কথা হয় দুজনে।
আমি মুগ্ধ হয়ে দেখেছি তারে,
স্বপ্ন ভরা সূর্য্যালোকে।
দৃপ্ত মনে তার হৃদয় চুয়েছে,
সে মনোহরিনির ছবি একে।
তপ্ত দুপুর গাছের ছায়ায় সে,
পুকুর পাড়ে জলের খেলা দেখে।