ঝকঝকা ঝক চলে ঐ রেলের গাড়ি,
বন বাথারে চলে গাড়ি দিয়ে পাড়ি।
বাকা পথে সরল রেখায় বাজায় বাঁশি,
ঝকঝকা ঝক কোথায় যেন থামবে গাড়ি।
আজব গাড়ি কলের যাতায় চলে দ্রুত,
নানান মানুষ সেটায় চড়ে ঘুরে বেড়ায় কত।
এপ্রান্ত থেকে ওপ্রান্ত চলছে সে নিরন্তর,
মজার গাড়ি যাত্রীরা সব দিয়ে ছুটি থামবে হঠাৎ।