পাথরের নগরে এসেছে কত,
           হাতি হাতি যন্ত্র।
ট্র্যাক,মোটর গান আর কত কী,
      বানায় নতুন যন্ত্র।
এ শহর ও শহর এ দেশ ও দেশ,
        ঘুরে ঘুরে দেখে।
ক্রোধের অনলে পুড়ে যায় কত মানব,
        কেউ না দেখে।
হৃদয়ের গহীনে নেই কোনো ভালবাসা,
       হয় না কারো প্রতি মায়া।
সন্তানের গায়ের ধোলোয় পিতামাতার,
           রক্তের ছায়া।
এ কি শুধু কায়া মনহরি জগত,
       বিত্ত আর বিত্তের দ্ধন্ধে।
এ অজস্র শান্ত প্রানের আখিঁ জল,
        তুচ্ছ কোনো মন্ধে।
এত প্রান এত লাশের বোজা বইবে,
       কোন অশ্রুসিক্ত হাত।
যে বোঝে না তার স্বজন হারানোর ব্যাথা,
নাকি সভ্য জগতের কোনো পাথরের হাত।