নিকষ কালো আধারে বন বাদারে,
ঝি ঝি পোকার গুঞ্জনে।
ভেসে আসা আজানের ধ্বনিতে,
মন উৎসুক এই ক্ষণে।
গ্রীষ্মের এই উষ্ণ রাত্রে,
উদাসী মন ভাবছে।
লতা পাতায় মত্ত হাওয়া,
ফলে ফুলে ফসলে দুলছে।
বৈদ্যুতিক পাখার বাতাসে,
বসে আছি আনমনে।
পাশে কাপ ভরতি ঠান্ডা চা,
চারপাশ মাতাল আমের মৌ মৌ ঘ্রাণে।
ঘুমে আছন্ন পাশে দুটি মুখ,
পরম স্নেম মমতায় জড়ানো।
নির্রব রাত্রি রান্নায় ব্যস্ত,
মায়ের ভালোবাসায় মোড়ানো।