যে যুদ্ধে যাবার সেকি গেছে জীবন যুদ্ধে?
লুঠেপুঠে লুন্ঠিত বিষাদে দাহ্যে বিলিন।
ভগ্ন স্তূপের মতো আত্রনাদে পাথর,
দানবের হিংস্র লালসায় রিক্ত জমিন।
এক বাবার চোখে তীব্র ঘৃনার অশ্রু,
মেয়ের আত্রনাদ বৈরি সমাজ।
কেবলই দিয়েছে হতাশার ব্যথা,
নর পশুর চামড়ার ভদ্র ভাজ।
কেড়ে নিয়েছে স্বাধীনতার বলয় সত্তা,
নারীর নারীত্বে অস্তিত্বে জন্ম যে পুরুষের।
কুলষে কুলষিত নারীর স্বতিত্ব লুন্ঠিত,
সে হায়না ধংস এক অভিশাপের বহরে।
ধ্বনিত হবে প্রলয় শিখার প্রতিবাদি ঝড়,
বিনাশে বিলিন হবে উত্তক্তপশু গুলো সেদিন।
মায়ের কান্না গুছাবে একটু হলেও
ন্যায়ের আলোয় সন্তানের ছায়ায় পড়বে সেদিন।