অচল দেহ মাটির কাছে যেই রূপ পায় দাম
আজিকে আমি তোমার কাছে সেই রূপে আসিলাম ।
ইচ্ছে যা হয় তা বা করো,
অচল দেহ জাপটে ধরো,
আজিকে না হয় তুমিই কাঁদো আমি নাই কাঁদিলাম
তব মুখখানি দেখিব না বলো চোখ দুটি বুজিলাম ।


দিলাম আমি তোমায় সপে আমার দেহের ঘাম ,
তোমার চোখের জলে লিখো একবার আমার নাম ।
বিশাল প্রাসাদ তোমার পায়ে,
পরছে লুটায় দেখো চেয়ে,
হাজার হাজার ভক্ত আমার তোমায় দেয় সালাম
হাজার পাতার কাব্যফুলে সাজিয়ে তোমায় এলাম ।


আমার অতিত ভালবাসা আজিকে স্মৃতির পাতায়
একটু হলেও তোমায় যেন চোখের জলে ভাসায় ।
আমার হাতের ফুলের মালা,
আর দিবে না দুঃখ জ্বালা,
শুধু আমার মুখের হাসি করবে দুখী তোমায়
খুত ছিলো না চুল পরিমাণ আমার ভালবাসায় ।


যতই কাঁদো মুখ লুকিয়ে উপর হয়ে বালিশ ছিড়ে
দেখবে না আর আমায় তুমি আসব না আর কভু ফিরে ।
হারিয়ে গেছে তোমার কবি,
যায় নি রেখে একটি ছবি,
একলা পথে মিলিয়ে গেছি হারিয়ে গেছি হঠাৎ ঝড়ে
প্রহর গুনছি তোমার আশায় একলা শুয়ে মাটির ঘরে ।


মাটির কলস ভেঙ্গে গেলে যেই রূপ হয় দাম
আজিকে আমি তোমার কাছে সেই রূপে আসিলাম ।
ইচ্ছে হলে জাপটে ধরো,
না হয় কেঁদে লুটিয়ে পরো,
আজিকে না হয় তুমিই কাঁদো আমি নাই কাঁদিলাম
তব মুখখানি দেখিব না বলো চোখ দুটি বুজিলাম ।