রইবি না কেউ বদ্ধ ঘরে
ধুম ধুমা ধুম শব্দ শুনে ,
বদ্ধ খাঁচার শিকল ছিড়ে
জোট সবে আজ রণাঙ্গণে ।


হুংকার ছেড়ে হানরে আঘাত
শত্রু সবে পালাক দূরে
ভাঙ্গতে হবে লৌহকপাট
ঢুকতে হবে প্রাচীর ফুড়ে ।


সাত সমুদ্র দিয়ে পারি
করিতে হবে রাজ্য জয়
ছুটবি নিয়ে বিজয় তরি
মরিতে মোদের নাইরে ভয় ।


বিশ্ববাসি দেখুক চেয়ে
বীর আযাদীর শক্তিখেলা
সৈনিকেরা ছুটছে ধেয়ে
হাতে রাইফেল কামান গোলা ।


আমরা সবাই দামাল ছেলে
ভয় করি না বুলেট বোমা
বাঁচব মরব সবাই মিলে
যমের হাতে জীবন জমা ।


চল সবে তাই মশাল হাতে
জয় করিতে বিশ্বটাকে
বিজয় নেশায় সবাই মেতে
বঙ্গঘাসে বদন ঢেকে ।