সময় হয়েছে বাঁধা
আর কিছুটা দিন,
এখনোতো প্রকৃতির খেলা
শুধোয়নি শৈশবের ঋণ I
অবুঝের শুধু অবুঝ খেলা
শুধুই যে তার হেলাফেলা,
এখনোতো ভাবেনি অবুঝ
হয়েছে যে অনেক বেলা I
বাস্তবতা নিতে মেনে
সবাই শুধোয় তারে,
এখনো অবুঝের অবুঝ ইচ্ছে
আকাশে ফিরে ঘুরে I
বাস্তবতায় সঁপতে অবুঝ
জানেনি এমন ক্ষণ,
সব কিছুতেই থাকবে কেউ
ভাবেনি এমন জন I