খ্যাপা শ্রাবণ ধেয়ে এল
আশ্বিনেরি আঙ্গিনায়,
তুমি আসনি তাই
শ্রাবণ ‘অ’ বেলায়।


কদমগুচ্ছ ও জরেনি
এই অবেলায়,
তুমি আসবে বলে
সেই প্রতিক্ষায়।


এখনো আর্তনাদে কাক
বসে গাছের ডালায়,
অদূর পথে চেয়ে আছে
শুধু তোমারি অপেক্ষায়।


তুমি কি’গ’ আসবে?
এই অবেলায়,
সারা দিতে
সবার প্রতিক্ষায়?