আমাদের মাঠ  
          মোঃ আবু তাহের
---------------------------------
এই যে সুন্দর কদম গাছ,
ঐ আমাদের ক্ষেতের মাঠ।
এই মাঠেতে ফসল ফলাই,
আমরা কৃষক সবে মিলে।
লাখ প্রাণীর আহার যোগাই,
সোনার শষ্য গোলায় রাখি।
মনের সুখে প্রাণ ভরে যায়,
মাঠের শুভা কদম তলায়।


রাখাল ছেলেরা গরু চড়ায়,
বাজায় বাঁশী বসে ছায়ায়।
দামালেরা সব গাছের ডালে,
লাফায় ঝাপায় খেলা করে।
মন মাতোয়ারা বনভোজনে,
শীতের রোদে উদাম মাঠে।
আষাঢ় মাসে ভাসার জলে,
ফুল সুন্দর কদম ডালে।


ষড় ঋতুতে পেখম বদলে,
বেশী সুন্দর অগ্রহায়ণ মাসে।
সোনালী ফসল কাটার পরে,
ছেলে বুড়োয় খেলায় ছলে।
যথায় তথায় খেলার মাঠে,
বিকাল বেলা বিকুল বাজে।
গুধুলিতেই মাঠের সুন্দর,
সন্ধ্যা আযান শুনার আগে।
ফেব্রুয়ারী ০৪,   ২০১৮