হৃদয় জুড়ে বৃষ্টি এলো
সিক্ত হল চিত্ত,
ঠোঁটে মেলা হাসি নিয়ে
পূর্ণ প্রেমবৃত্ত ।
চক্ষুদুটি ভাবপূর্ণ
কল্পরঙিণ ভঙ্গি,
এসে গেলো বিদায় বেলা
ছাড়তে হবে সঙ্গী।
জানি আবার হবে দেখা
কথা হবে অনেক
মেলা কষ্টে এলাম ছেড়ে
তোমার-আমার ক্ষণেক ।