মোরা জীবনের অনুকুলে  চলি,
বেঁচে থাকার আশায়।
করতে চাইনা  মরনেকে আলিঙ্গন,
সপ্নের ভালবাসায়।
মাঝে মাঝে মনে হয়  জীবনে,
চলার পথ বড় কঠিন।
জীবন কখনো হয়না কভূ,
সপ্নের মত রঙিন।
মাঝে মাঝে কল্পনার রঙে,
জীবনকে রাঙাই।
কখোনো জাগ্রত সপ্নে মাঝে,
জীবনকে সাজাই।
সপ্নতো সপ্ন হয় বাস্তবে কি,
কোন মিল হয়।
কাকতলিও  কিছু ঘটে যায়,
যা কোন কল্পনার নয়।
তবুও  জীবনের সব কিছু,
মেনে নিতে হয়।
কল্পনার রাজ্যর রাজা মোরা,
সপ্নে করি বসবাস।
সপ্নের শেষে বাস্তবতা এসে,
সপ্ন করবে গ্রাস।