এলো বসন্ত নব রুপে এলো সবুজ সাজে,
বাসন্তি হাওয়ায় মন আমার ঘরে থাকে নাজে।
দখিনা বাতাসে মনযে আমার উতালা হয়ে রয়,
কুহুকহু মধুর সুরে সবই যেন মধু ময়।


গাছে গাছে সবুজ পাতা আর অম্র মুকুলের ঘ্রানে,
দখিনা হাওয়া দিয়ে যায় যে দোল সবার প্রানে।
শিমুল ফুলের লাল রঙে রঙ্গীন করে গাঁ ।
নানা রঙের বসন্তের ছোয়ার নেইযে তুলনা ।