সারা দেশে হচ্ছে বিদুৎ  বিভ্রাট,
সব খানে চলছে বিদ্যুৎ সংকট।
রাতদিন চলে তাদের এই উৎপাত,
কবে যে হবে এই সংকট উৎখাত।
দিনে রাতে ভোগান্তির নেই কোন শেষ,
চরম গরমে পুড়ে ছাই এই সারা দেশ।
বিদুৎ ছাড়া চলেনা যে পাখা ফ্যান,
বিদ্যুৎ বিনা যেন সব কিছু অজ্ঞান।
আলো ছাড়া রাত যে আধাঁর কালো,
বিদ্যুৎ ছাড়া  এখন  জ্বলে  কি আলো।
বিদ্যুৎ  ছাড়া  যেন সব কিছু গোলমালে,
এ সকল উৎপাত দুর হবে  কোন কালে।
কিছু কিছু সত্য কথা  বলা আজ মানা,
কত কিছু দেখি তবু চোখ করে কানা।
শতভাগ বিদ্যুতায়নের এই যে তার রুপ,
সাগর সম বিদুৎএ  আছে শুধু এক কুপ।
ঘরে ঘরে বিদ্যুৎ দিলো এই সরকার,
তবে কেন বিদ্যুৎ এর এই হাহাকার।