খোকা তুই আসবি
কবে বাড়ি,
এই মাসে না আসলে
তোর সাথে আড়ি।


হাড়ি ভরে রেখেছি
গুড় চিড়া মুড়ি,
মুখ বেধে রেখেছি
খেজুর গুড়ের হাড়ি।


মাচার কচি ঝিঙে
যাচ্ছে পেকে সবে,
পড়ে যাচছে আম
কত দিন গাছে রবে।


চাল কুটেছি তোর জন্য
বানাবো পুলি পিঠা,
রেখেছি আরো খেজুর গুড়
নারিকেলও মিঠা।


আসবি কবে বাড়ি তুই
পথ চেয়ে থাকি,
আপন মনে তোকে তাই
খোকা বলে ডাকি।


তুই খোকা থাকলে দূরে
কাঁন্দে আমার মন,
তোর চিন্তায় মন ব্যাকুল
থাকে সারাক্ষন।