সুন্দরবন তুমি জুড়ে আছো বঙ্গ দেশের অংঙ্গে,
এক সাথে করছো বাস বাঘ হরিনের সংঙ্গে ।
বঙ্গ দেশের অঙ্গ জুড়ে আছে সুন্দর বনে,
বনের মাঝে আছে মিশে বাঘ ভাল্লুকের মনে ।
ধন্য মোদের বঙ্গ দেশ সুন্দর বনের মাঝে,
গাছ গাছালী আছে সবে নতুন নতুন সাজে ।
সুন্দরবন আছো তুমি বঙ্গ দেশের বুক জুড়ে,
জোয়ার ভাটায় যায় তোমার সবুজ বুক জুড়ে ।
বাদর গুলো খেলা করে গাছে গাছে ,
নদী গুলো ভরপুর নানান মাছে মাছে ।
বঙ্গ দেশের বুক জুড়ে সুন্দার বনের হাসি,
সুন্দর বনের জন্য ধন্য বঙ্গদেশ বাসি ।
দক্ষিন সাগর কুল জুড়ে  আছো সুন্দর বন,
সুন্দর বনের রুপে ভূলে যায় সবার মন।
গাছ গাছালী পাখ পাখালী সুন্দর বনের প্রান,
গাছে গাছে ফোটে ফুল নানান রকম ঘ্রাণ ।
ফুলে ফুলে ঘুড়ে বেড়ায় মৌমাছির ঐ দল ,
বাঘ হল বনের রাজা গায়ে অনেক বল ।
সুন্দর বন তুমি জুড়ে আছো বঙ্গদেশের অংঙ্গনে ,
বাস করছো এক সাথে বাঘ ভাল্লুকের সংঙ্গনে।
সুন্দর বনের রুপের কথা বলবো  কত আর ,
সুন্দর বন রুপে বড় দেখতে চমৎকার।


                বন্যাতলা,শ্যামনগর,সাতক্ষীরা……..