আমার যেদিন মরন হবে
কাঁদবে বুঝি সবে।
বিদায় বেলা সঙ্গে আমার
কিছুই নাহি রবে।
মরার পরে গোসল দিবে
পরাবে সাদা কাফন।
মরার পরে ভাই বন্ধু কেউ
রইবেনা আর আপন।
চার জনাতে কান্ধে করে
নিবে আধার গোরে।
চাপা দিয়ে মাটি সবাই
যাবে এবার সোরে।
বিদায় বেলার কান্না বুঝি
রবে কত ক্ষনে।
দুদিন পরে ভুলে যাবে
থাবেনা কারো মনে।


                    বন্যাতলা,শ্যামনগর,সাতক্ষীরা……..