বন্ধু মানে দু,টি মনের,
অভিন্ন এক মিল।
বন্ধু হলো এক অপরের,
দিলের সাথে দিল।


এক অপরের সুখে দুখে,
পাশে পাশে বয়।
বন্ধু শুধু তাকে বলে,
অন্য কারো নয়।


মনের কথা বুঝবে যেজন,
বন্ধু তাকে বলে।
বন্ধু শুধু তাকেই বলে,
স্বার্থ ছাড়া যে বলে।


বিপদ বালাই আসলে যেজন,
পাশে পাশে বয়।
তাকে শুধু ভাল বেসে,
বন্ধু ভাবা  যায়।


দুঃখ কষ্ট ভাগ করে নেয়,
বন্ধু সেজন হয়।
বন্ধু ছাড়া দুনিয়াটা,
শুন্য মনে হয়।