যেদিন তোমার মরন হবে
ঘর হবে ঐ কবরে,
সেদিন সেথা থাকবে একা
থাকবে না কেউ সাথীরে।


কবর বড় কঠিন ঘর
থাকবেনা কেউ সাথী,
সেথায় শুধু কালো আধার
নেইকো একটু বাতী।


বাঁশের ছাউনি মাটির ঘর
মাটির বিছানা হবে,
কবর বড় কঠিন জায়গা
শুধুই একলা রবে।


মাটির কুঠির কবর খানা
সেইতো আসল ঘর
দালান কোঠা আলিশান বাড়ি
সবি হবে পর।


সাড়ে তিন মাটির ঘরে
যেতে হবে সবে,
ঐনা তোমার আধার ঘরে
একলা একলা রবে।


বাঁশ বাগানের মাঝে তোমার
হবে আপন ঘর,
সেদিন হতে এই দুনিয়া
হবে তোমার পর।


ঐ খানে তোর আসল বাড়ি
যাসনে কভু ভুলে,
মরলে তোমার আসবে রেখে
ঐ কবরে ফেলে।