শহর থেকে অনেক দূরে
ছোট্র একটা গ্রাম,
কষ্ট ক্লেশ করে সবাই
নেয়যে সেথা বিরাম।


নেইকো সেথায় পিচঢালা পথ
নেইকো জটে ভারি।
নেই কোন কোলাহলও
শব্দ দূষন আর গাড়ি।


কাঁদা মাটির মেঠো পথে
চলে গরুর গাড়ি,
গাঁয়ের পাশের নদীতে
পাল তুলে চলে তরী।


পল্লী বধুরা কলসি নিয়ে
নদীর ঘাটে আসে,
পানির উপর পানিকৌড়ি
ডুপ দেয় আর ভাসে।


রাতের বেলা রাখাল ছেলে
বাজায় যখন বাঁশী,
যাদুর বাঁশীর সুরে যেন
ফুলেরা দেয় হাসি।


ভোর বেলাতে পাখির ডাকে
ঘুম থেকে সব জাগে,
মক্তা দানার শিশির যেন
থাকে ঘাসের ডোগে।


সারা বিল খানি ভরে আছে
শাপলা ফুলে ফুলে,
কমলি লতা খায়যে দোল
হাওয়ায় দুলে দুলে।


পাখ পাখালি গাছ গাছালিতে
ভরপুর আমাদের গাঁ,
আমাদের গাঁয়ের সাথে
অন্য কারো হয়না তুলনা।