দুষ্টুমিতে সর্ব সেরা
আমার ছেলে বেলা।
সকাল বিকাল থাকতাম মেতে
নানান ভবের খেলা।
লেখা পড়ায় যেমন তেমন
খেলায় সময় পার
সকল কাজের সেরা ছিলাম
পড়ার বেলায় হার
বিকেল বেলা বিলের মাঠে
উড়াতাম রঙ্গিন ঘুড়ি
বলতাম আমার খানা
সেরা গগন জুড়ি।
পাখির বাসা খুজতাম মোরা
বন বাদাড়ে ঘুরে
ধরলে পাখি আপন করে
রাখতাম খাচায় পুরে।
ছেলে বেলায় ভাবনাতে
নেই কোন শেষ।
ছেলে বেলায় দুষ্টুমিতে
মাতা-তাম সবার দেশ।